You dont have javascript enabled! Please enable it! 1971.11.08 | বাঙলাদেশে আবার ঝড়ের তাণ্ডব | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে আবার ঝড়ের তাণ্ডব

ঢাকা, ৭ নভেম্বর (এ পি) – গতকাল ঘন্টায় ১৪৫ কিলােমিটার বেগে যে ঝড় বাঙলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে গেছে তার ফলে জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ঢাকা ও ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে যােগাযােগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব পাওয়া যায়নি।
সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার। গতকাল ঢাকায় প্রবল বৃষ্টির ফলে দেশের অভ্যন্তরীণ সমস্ত রকম বিমান চলাচল স্থগিত রাখা হয়েছিল।
হেলিকপ্টার যােগে ত্রাণ কর্মীরা দক্ষিণাঞ্চলে রওনা হয়ে গেছেন। পাকিস্তান সংবাদ-সরবরাহ প্রতিষ্ঠান খবর দিয়েছে, “ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে”। স্মরণ করা যেতে পারে মাত্র ১ বছর আগেই এক সর্বনাশা ঝড় বাংলাদেশের আগে লক্ষ লক্ষ মানুষের জীবন ছিনিয়ে নিয়েছিল।

সূত্র: কালান্তর, ৮.১১.১৯৭১