পূর্ববঙ্গে চা-বাগানের কাজ বন্ধ
কলকাতা, ১৬ অক্টোবর (ইউ এন আই) – পূর্ববঙ্গে সামরিক জুন্টার অভিযানের ছয় মাস অতিক্রান্ত হলেও পাক অধিকৃত চা-বাগানগুলােতে স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার কোনাে লক্ষণ নেই। ঢাকার দৈনিক ‘পাকিস্তান অবজার্ভার এ এই তথ্য প্রচারিত হয়েছে।
এর আগে পাকিস্তান বাইরে চা রপ্তানি করত। আজ সেই চা উৎপাদন বন্ধ থাকায় পাকিস্তানকেই প্রায় ৫০ কোটি টাকার চা আমদানি করতে হবে।
উপরােক্ত দৈনিকে এই সংবাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, চা উৎপদানের ক্ষেত্রে এই অচল পরিস্থিতির ফলে বৈদেশিক মুদ্রা অপচয়ের সম্মুখীন হতে হবে।
পত্রিকায় আরও বলা হয়েছে যে, রাষ্ট্র বিরােধীরা’ চা-শিল্পকে তাদের আঘাতের অন্যতম মােক্ষম লক্ষ্য হিসাবে স্থির করেছে।
সূত্র: কালান্তর, ১৭.১০.১৯৭১