পূর্ব পাকিস্তানে নির্মম স্বেচ্ছাচারিতায় সােভিয়েতের মানুষ উদ্বিগ্ন
মস্কো, ২ এপ্রিল (এ.পি)- আজ সােভিয়েতের সংবাদপত্রে পূর্ববঙ্গে সৈন্যবাহিনীর নির্মম স্বেচ্ছাচার ও হিংসাত্মক কাজের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং এই সংঘর্ষের শান্তিপূর্ণ রাজনৈতিক মীমাংসার জন্য আহ্বান জানান হয়েছে।
“ক্রুদ” ও “কমলােমােলস্কায়া প্রাভদা” পত্রিকায় লিখিত প্রবন্ধগুলিতে নিরপেক্ষভাবে লড়াইয়ের পটভূমি ব্যাখ্যা করেছে। তাতে কোন বিশেষ রাজনৈতিক নেতার সমালােচনা করা হয়নি।
সােভিয়েতের যুব কমিউনিস্ট লীগের পত্রিকা “কমলােমােলস্কায়া প্রাভদা সৈন্যদলের ব্যাপক হত্যার বিষয়ে মন্তব্য করে লিখেছে, “সৈন্যবাহিনীর কাজ নির্মম স্বেচ্ছাচার ও হিংসাত্মক ব্যাপার ছাড়া কিছু নয় এবং এর ফলে সােভিয়েতের মানুষ খুবই উদ্বিগ্ন।”
“রাজনৈতিকভাবে সংকটের সমাধান করা যেতে পারে এবং তা করতেই হবে বলে উক্ত পত্রিকায় ঘােষণা করা হয়েছে।”
“কুদ” মন্তব্য করেছেঃ “পূর্ব-পাকিস্তানের জনগণের ব্যাপারে যে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাতে সােভিয়েতের মানুষ গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। সােভিয়েতের মানুষ প্রকৃতই আশা করে যে তাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান প্রজাতন্ত্রের জটিল সমস্যাটি সমগ্র পাকিস্তান জনগণের স্বার্থে রাজনৈতিকভাবে সমাধান করবে।”
সূত্র: কালান্তর, ৩.৪.১৯৭১