পাকিস্তান রেডিও বলেছে—
(স্টাফ রিপাের্টার)
রেডিও পাকিস্তান আজ বলেছে যে যশােহর, শ্রীহট্ট এবং চট্টগ্রামে তীব্র লড়াই চলছে। ঐ রেডিও বলেছে লড়াইতে ট্যাঙ্ক, বিমান ব্যবহৃত হচ্ছে। রেডিও পাকিস্তান বলেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে লড়াই আরও ব্যাপক হবে।
রেডিও পাকিস্তান সােমবার সন্ধ্যার সংবাদে এই বলে অভিযােগ করেছে যে, ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘােষণা না করলেও পূর্ব পাকিস্তানে সর্বাত্মক আক্রমণ হয়েছে। মুক্তি যােদ্ধাদের আক্রমণে দিশেহারা হয়ে পাক রেডিও আজ বলেছে হিন্দুস্থানী সৈনরা ট্যাঙ্ক বিমান নিয়ে যশােহর সেক্টরে আক্রমণ চালিয়েছে। রেডিও-র আরও অভিযােগ, যুদ্ধে ১৩০ জন হিন্দুস্থানী এবং ৭ জন পাক-সৈন্য নিহত হয়েছে। রেডিও পাকিস্তান আরও বলেছে যে, পাক-সৈন্যরা ১৮টি ভারতীয় ট্যাঙ্ক ধ্বংস করেছে। মুক্তিযােদ্ধাদের কামানের গােলায় পর্যুদস্ত হয়ে পাক কর্তৃপক্ষ রেডিও এই অপপ্রচার শুরু করেছে যে, হিন্দুস্থানী সৈন্যরা মিগ বিমান ব্যবহার করেছে। কলকাতায় শ্রুত রেডিও পাকিস্তানের সংবাদে আজ এটাই স্পষ্ট হয়ে উঠেছে, মুক্তিযােদ্ধারা সাফল্যের সঙ্গে পাক অধিকৃত অঞ্চল দখল করে চলেছে। রেডিও পাকিস্তান আজ আরও অপপ্রচার করেছে এই বলে যে “শ্রীহট্টে হিন্দুস্থানী সৈন্যদের অগ্রাভিযান পা ফৌজ রুখে দেয়। সংঘর্ষে ৫৮ জন হিন্দুস্থানী এবং ১১ জন পাক সৈন্য নিহত হয়।
সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১