পূর্ববঙ্গে উপ-নির্বিচনের আগে পুতুল মন্ত্রীদের পদত্যাগের দাবি
নয়াদিল্লী, ৫ অক্টোরব (ইউ এন আই) – পূর্ববঙ্গ যুবকদের নগঠিত জাতীয় কাউন্সিলের সভাপতি শ্রীমেহবুব রহমান দাবি করেন যে, আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগেই প্রাদেশিক অস্থায়ী সরকারের মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। করাচীর ‘জং’ পত্রিকা থেকে এ সংবাদ জানা গেছে।
ইতিমধ্যে পূর্ববঙ্গের পুতুল মন্ত্রিসভায় মুসলিম লীগ ও জামাতে ইসলামের দুই সদস্য বলে যে, মন্ত্রিত্বে থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনাে বাধা নেই।
সূত্র: কালান্তর, ৬.১০.১৯৭১