বাঙলাদেশে গণহত্যার নিন্দায় মুসলমান বুদ্ধিজীবী
নয়াদিল্লী, ৩ এপ্রিল (ইউ-এন আই) – বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানী সৈন্যর যে পাশবিক যুদ্ধ শুরু করেছে আজ ৬ জন মুসলমান বুদ্ধিজীবী তার তীব্র নিন্দা করেছেন।
আজ এখানে একটি মুক্ত বিবৃতিতে অধ্যাপক এম মুজিব, কর্ণেল বি এইচ জাহিদি, ডা. কে এ হামিদ, অধ্যাপক মুনিস রাজা, ডা. এস আবিদ হােসেন এবং ডা. কে, জি, সায়াদীন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করার জন্য পশ্চিম পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষকে ধিক্কার দিয়েছেন, ব্যাপক হত্যা ও ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচানাের জন্য তারা পশ্চিম পাকিস্তানী শাসকদের আবেদন জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১