You dont have javascript enabled! Please enable it! 1971.04.04 | মৃত্যুপুরী ঢাকা পাকিস্তান সৈন্যদের বীভৎস তাণ্ডব সম্পর্কে বৃটিশ মহিলা | কালান্তর - সংগ্রামের নোটবুক

মৃত্যুপুরী ঢাকা পাকিস্তান সৈন্যদের বীভৎস তাণ্ডব সম্পর্কে বৃটিশ মহিলা

সিঙ্গাপুর, ৩ এপ্রিল (এ.পি)- “আমার বাড়ি থেকে ঢাকা বিমানবন্দরে আসার পথে অসংখ্য মৃতদেহ মাড়িয়ে আসতে হয়েছে। যে-দিকেই চোখ যায় শুধু মৃতদেহ। রাস্তার দু’ধার জোড়া মৃত্যুপ। অধিকাংশই শিশু আর নারী। এক কথায় গােটা শহরটা যেন কবরস্থানে পরিণত হয়েছে। একটু বাড়িয়ে বলছি না-কিছু না হলেও অন্ততঃ তিন লাখ মারা গিয়েছে। সিঙ্গাপুরে এসে হাঁফ ছেড়ে বাঁচলেন এক বৃটিশ মহিলা। বাঙলাদেশ ছেড়ে এসেছেন। ঘর ছেড়ে আসার সময় শুধু যেটুকু চোখে দেখেছেন তাই সাংবাদিকদের কাছে ব্যক্ত করলেন। তিনি ছাড়াও আরাে একশাে জন শরণার্থী সিঙ্গাপুরে এসেছেন।
“কেন আপনারা শিশুদের মারলেন, একজন বিমান বাহিনীর অফিসারকে জিজ্ঞেস করলাম”।
উত্তরে তিনি বললেন, “মাতৃপিতৃহীন শিশুদের রাখলে তারা পশ্চিম পাকিস্তান-বিরােধী হয়ে বেড়ে উঠবে। তাই প্রতিহিংসা দমনের এটাই প্রকৃষ্ট উপায়।”
বাঙলাদেশ ছেড়ে-আসা মহিলাদের অধিকাংশ কোন মন্তব্য করতে চান নি। যারা মন্তব্য করেছেন তারাও নাম প্রকাশ করতে চান নি।
সেই বৃটিশ দ্রমহিলা বললেন, “আমাদের নাকের ডগায় বন্দুক রেখে বলা হল পূর্ব-পাকিস্তানের কথা কোথাও প্রকাশ করবেন না। আর যদি করেন, তবে এই শেষবারের মত এ দেশ দেখে নিন।”

সূত্র: কালান্তর, ৪.৪.১৯৭১