বাঙলাদেশের গণহত্যা উথান্ট স্বচক্ষে দেখে যান
আগরতলা, ৩ এপ্রিল (ইউ এন আই) – গণতান্ত্রিক বাংলা দেশ প্রজাতান্ত্রিক সরকারের জনৈক মূখপাত্র আজ সীমান্তে সাংবাদিকদের জানিয়েছেন, অধুনালুপ্ত পাকিস্তানের সাড়ে ৭ কোটি গরিষ্ঠ মানুষের প্রতি ভারতের সঙ্গে সহানুভূতি না জানিয়ে কয়েকটি দেশ ভারতীয় পার্লামেন্টে গৃহীত প্রস্তাবের যে সমালােচনা করেছে তা খুবই দুর্ভাগ্যজনক।
স্মরণ করা যেতে পারে গত ৩১ মার্চ সংসদের উভয়কক্ষে সংগ্রামরত বাঙলাদেশের জনগণের প্রীতিপূর্ণ সহানুভূতি জানিয়ে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়।
মানুষের জীবনে যে দুঃখ এবং দেশের বুকে যে ধ্বংস পশ্চিম পাকিস্তানী সৈন্যবাহিনী এনেছে তা প্রত্যক্ষ করার জন্য বাংলাদেশের সরকার জাতিসংঘের সেক্রেটারী জেনারেল উ-থান্টের কাছে আহ্বান জানিয়েছেন বলেও মুখপাত্রটি জানান। তিনি আক্ষেপ করে বলেন, ইরান ও সৌদী আরবের মত বন্ধু দেশ এই গণহত্যাকে পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় বলে বর্ণনা করেছেন।
সূত্র: কালান্তর, ৪. ৪. ১৯৭১