You dont have javascript enabled! Please enable it!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরিসীম ক্ষতি

নয়াদিল্লী, ২ এপ্রিল (ইউ এন আই) – গত ২৫ মার্চ মধ্য রাত্রিতে পাকিস্তানী সৈন্যবাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নৃশংস আক্রমণ চালিয়ে যে হত্যালীলা চালিয়েছে তাতে নিহত ব্যক্তিদের মধ্যে কম করে ৯ জন আকাদমিশিয়ান আছেন। এখানে প্রাপ্ত সংবাদে জানা গেছে যে মৃতদের মধ্যে আছেন ঃ
১। ড. হবিবুল্লা (ইসলামের ইতিহাস বিভাগের প্রধান); ২। ড. জিনত আলী (পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান); ৩। ড. সারওয়ার মুরশিদ (ইংরাজি বিভাগের প্রধান); ৪। ড. কবীর চৌধুরী (বাংলা আকাদমীর ডিরেক্টর) এবং ৫। ড. কবীর চৌধুরী (বাংলা আকাদমীর ডিরেক্টর) এবং ৫। ড. হানিরুদ্দিন [ভুল নাম] (পরিসংখ্যান বিভাগের প্রধান) ইতিপূর্বে জানা গিয়েছিল যে, দর্শন বিভাগের প্রধান ড. গােবিন্দ চন্দ্র দে, রাষ্ট্র বিভাগের প্রধান ড. মুজফফর আমেদ চৌধুরী, ড. এ, রসিদ ও ড. এ, সারফকেও হত্যা করা হয়েছে।
জিন্নাহ, ইকবাল হক, রােকেয়া হক ও জগন্নাথ হলে ছাত্র হােস্টেলগুলি মেসিনগান দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং এতে বহু ছাত্র নিহত হয়েছেন বলে জানা গেল।

সূত্র: কালান্তর, ৩.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!