You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | গণহত্যাকারী ইয়াহিয়ার পক্ষে চীন | কালান্তর - সংগ্রামের নোটবুক

গণহত্যাকারী ইয়াহিয়ার পক্ষে চীন

নয়াদিল্লী ১১ এপ্রিল বাংলাদেশে ইয়াহিয়া ফৌজের গণহত্যায় চীন এখন খােলাখুলিভাবে ইয়াহিয়ার পক্ষ নিয়েছে।
ইউ, এন, আই প্রচারিত এক সংবাদে জানানাে হয়েছে, পিকিং রেডিও থেকে প্রচারিত পিকিং পিপলস ডেইলির এক প্রবন্ধে অভিযােগ করা হয়েছে যে, ভারত পাকিস্তানকে মসীলিপ্ত করার জন্য তার প্রচারযন্ত্র ব্যবহার করছে, পূর্ব পাকিস্তানের সীমান্তে ভারত সৈন্য সমাবেশ করছে এবং “সাদা পােষাকে সশস্ত্র সেনাদের অনুপ্রবেশ করাচ্ছে।
রেডিও পাকিস্তান উপরােক্ত প্রবন্ধের উল্লেখ করে বলেছে, ঐ প্রবন্ধে আশ্বাস দেওয়া হয়েছে যে, “বৈদেশিক আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের সংহতি ও অখণ্ডতা রক্ষার সংগ্রামে” চীন সর্বতােভাবে পাকিস্তানকে সাহায্য করবে।
ইতিপূর্বে রেডিও পাকিস্তান জানিয়েছিল যে, “পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও সােভিয়েত ইউনিয়ন হস্তক্ষেপ করছে” বলে চীন অভিযােগ করছে।

সূত্র: কালান্তর, ১২.৪.১৯৭১