You dont have javascript enabled! Please enable it! 1971.04.11 | জঙ্গীশাহীর ধর্ম-নিরপেক্ষতা একই সঙ্গে মসজিদ ও মন্দির ধ্বংস | কালান্তর - সংগ্রামের নোটবুক

জঙ্গীশাহীর ধর্ম-নিরপেক্ষতা একই সঙ্গে মসজিদ ও মন্দির ধ্বংস
(স্টাফ রিপাের্টার)

বেনাপােল, ১০ এপ্রিল যশােহর শহরে ইয়াহিয়া বাহিনী নির্বিচারে মসজিদ ও মন্দিরের উপর যুগপৎ আক্রমণ হেনেছে।
যশােহর শহরতলীর চাঁচড়া মােড়ের এক মসজিদে ৩ এপ্রিল ইয়াহিয়া বাহিনী আগুন ধরিয়ে ভস্মীভূত করে। একই সময় যশােহর বাজারের মধ্যে অবস্থিত কালীবাড়িটিও ভেঙে ফেলা হয়।
যশােহর রেলস্টেশনের সামনে একটি মাদ্রাসায় কোরাণ শরিফ পড়ার সময় বাঙলাদেশ’-এর মুসলমানদের যেমন পাক-হানাদাররা খুন করেছে, তেমনি বকুলতলার মােড়ে একটি মন্দিরে পূজা দেবার সময় মন্দিরের পূজারীকে হত্যা করেছে ঐ একই বাহিনীর সেনানী।
যশােহর থেকে আগত জনৈক প্রত্যক্ষদর্শীর এই বিবরণ পাওয়া গেল বেনাপোেল বাজারে বসে। “নিজের চোখে দেখেছি, রাস্তার ওপর ওরা ১১ বছরের কিশােরকে খুন করে বলেছে -এই দুষমনদের বাঁচিয়ে রাখলে আমরাই মরব।’ ইয়াহিয়ার সৈন্যরা মেয়েদের সতীত্ব হানি করেছে যথেচ্ছভাবে। হিন্দু-মুসলমান নির্বিশেষ ওরা বাঙালী দেখলেই পশুর মত ঝাপিয়ে পড়ছে।”

সূত্র: কালান্তর, ১১.৪.১৯৭১