ইয়াহিয়া বাহিনীর নৃশংসতা একদিনে ঢাকা হাইকোর্টের ১১ জন বিচারপতি নিহত
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ১৪ এপ্রিল -এখানে প্রাপ্ত বিশ্বস্ত সূত্রের সংবাদে প্রকাশ, ইয়াহিয়া বাহিনীর নৃশংস তাণ্ডবলীলায় বাঙলাদেশ’ এর রাজধানীতে ঢাকা হাইকোর্টের মােট ২১ জন বিচারপতির মধ্যে ১১ জন একদিনে অর্থাৎ ২৯ মার্চ তারিখে নিহত হয়েছেন। (তথ্যটি সঠিক নয়) কয়েকজন বিচারপতির পরিবারের অপরাপর সভ্যদেরও একই সঙ্গে গুলি করে হত্যা করা হয়।
এই ধরনের হত্যাকাণ্ডের একটাই কারণ-ইয়াহিয়া বাহিনীর উম্মত্ত অভিযান শুরুর আগে ইসলামাবাদের নির্দেশ অমান্য করে লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খাকে পূর্ব পাকিস্তানের গভর্ণর হিসেবে শপথ দানে বিচারপতিদের অস্বীকৃতি।
একই সূত্রে জানা গেল, বিচারপতিদের ধরে এনে হত্যা করার জন্য সামরিক কর্তৃপক্ষের নির্দেশ সুপরিকল্পিতভাবে কার্যকরী করা হয়। যেসব বিচারপতিকে হত্যা করার কথা তাদের নামের তালিকা আগে থেকে প্রস্তুত করে হত্যা’ প্রকল্প আকস্মিকভাবে ঝটিকাগতিতে রূপায়ণ করা হয়েছিল।
সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১