You dont have javascript enabled! Please enable it!

পাক বাহিনী কোরান পুড়িয়েছে, মসজিদ পুড়িয়েছে

জলপাইগুড়ি, ২৯ এপ্রিল (ইউ-এন-আই)- গত কদিনে রংপুরে ইয়াহিয়া চমুরা কোরান শরিফ পুড়িয়েছে, বহু মসজিদ ভেঙেছে।
পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য শ্রী আবদুল রৌফের বৃদ্ধ পিতামাতারা গতকাল একথা জানিয়েছেন। পাক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা আপাততঃ এখানে আশ্রয় নিয়েছেন। রৌমারে অবস্থিত তাদের বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
তারা সাংবাদিকদের বলেন চিল্কি সেতু ও আদিদপুর রােডের মধ্যবর্তীস্থলে জঙ্গীশাহী ধ্বংস করেছে।
সীমান্তপারের এক সংবাদে জানা গেল, গতকাল মুক্তিফৌজের কর্মীরা রংপুরের নদীতে একদল পাক সৈন্যকে ডুবিয়ে মেরেছে।

সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১