পূর্ব-পরিকল্পনানুযায়ী বুদ্ধিজীবীদের খতম করা হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিযােগ
লক্ষ্মৌ, ২৫ জুন (ইউ এন আই) বাঙলাদেশের বুদ্ধিজীবীদের খতম করার উদ্দেশ্য নিয়েই পাক বাহিনী বাঙলাদেশের উপর অত্যাচারের তাণ্ডব চালায়।
বাঙলাদেশ সহায়ক সমিতির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতা ড. এ আর মল্লিক আজ লক্ষ্মেী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের যুক্ত সভায় ঐ মর্মে ভাষণ দেন। তিনি বলেন, ইয়াহিয়ার সৈন্যরা ২৩ বছর ধরে গড়ে ওঠা বাঙলাদেশের সমস্ত সম্পদকে কয়েকদিনের মধ্যেই মাটিতে মিশিয়ে দেয়।
বাঙলাদেশের মানুষ যুদ্ধ চায় নি; তারা মানবিক অধিকার ও সামাজিক ন্যায়-বিচার দাবি করেছিল বলে তিনি উল্লেখ করেন।
ড. মল্লিক বাঙলা দেশ সরকারকে স্বীকৃতি দানের জন্য বিশ্বের কাছে আহ্বান জানান। তিনি বলেন, পাক সৈন্যরা কম পক্ষে ১০ লক্ষাধিক নিরীহ মানুষকে খুন করেছে, ৪০ থেকে ৫০ লক্ষ মানুষকে দেশ ছাড়া করেছে এবং বাংলাদেশের সমস্ত শিল্প-সম্পদকে নষ্ট করেছে। বাঙলাদেশ শরণার্থীদের সমস্ত প্রকার সাহায্য দেওয়ার জন্য তিনি ভারত সরকারকে অভিনন্দিত করেন।
সূত্র: কালান্তর, ২৬.৬.১৯৭১