You dont have javascript enabled! Please enable it! 1971.06.25 | বাঙলাদেশে ব্যাপক গণহত্যা বন্ধের উদ্যোগ নিন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশে ব্যাপক গণহত্যা বন্ধের উদ্যোগ নিন
ঐশ্লামিক সম্মেলনের সাধারণ সম্পাদকদের কাছে বাঙলাদেশ সরকারের আবেদন

মুজিবনগর, ২৩ জুন (ইউ এন-আই) বাঙলাদেশের ব্যাপক গণহত্যা অবিলম্বে বন্ধের জন্য ঐশ্লামিক সম্মেলনের প্রভাব বিস্তারের অনুরােধ জানিয়ে আজ গণপ্রজাতন্ত্রের বাঙলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্র প্রধান সৈয়দ নজরুল ইসলাম ঐ সংস্থার সাধারণ সম্পাদক টুঙ্কু আবদুর রহমানের কাছে এক তারবার্তা জানিয়েছেন। সৌদী আরবের রাজা ফৈজলসহ সংস্থার সকল সদস্যের কাছে তারবার্তার অনুলিপি পাঠানাে হয়েছে।
উক্ত তারবার্তায় বলা হয়েছে যে, বাঙলাদেশে সহস্র সহস্র মানুষকে পাক-সেনারা হত্যা করছে, ঘর-বাড়ি লুঠ ও পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। এবং ঐসব কিছু করা হচ্ছে পবিত্র ইসলামের অজুহাত নিয়ে।
অস্থায়ী রাষ্ট্রপতি তার বার্তায় আরাে বলেছেন যে, সাড়ে সাত কোটি বাঙলাদেশ বাসীর মধ্যে শতকরা ৮০ জন মুসলমান। সামগ্রিক ভাবে বাঙলাদেশ বাসীরা চেয়েছিলেন তাঁদের স্বাধিকারকে ফিরে পেতে এবং ২৩ বছরের শােষণ থেকে মুক্ত হতে। প্রাপ্ত বয়স্কদের ভােটাধিকারের ভিত্তিতে গত ডিসেম্বরের নির্বাচনে বাঙলাদেশবাসীর ঐ আকাঙ্খারই প্রতিফলন হয়েছে। কিন্তু জঙ্গী ইয়াহিয়া এই সবকিছুকে বিস্মৃত হয়ে বাংলাদেশের বুকে গণহত্যা ও অত্যাচার নির্বিচারে চালিয়ে যাচ্ছে।

সূত্র: কালান্তর, ২৫.৬, ১৯৭১