You dont have javascript enabled! Please enable it!

পাক ফৌজের বর্বরতা

আগরতলা, ৩০ মে (ইউ এন আই) – বাংলাদেশের চন্দ্রগঞ্জ গ্রামের জনৈক যুবককে নিজের কবর নিজেকে খুঁড়তে হয়েছে।
নােয়াখালি থেকে নির্বাচিত জনৈক সদস্য আজ এখানে ঐ মর্মে সংবাদ দিয়ে বলেন যে ২৩ মে তারিখে ঐ ঘটনা ঘটেছে।
তিনি জানান যে, মুক্তিফোজের সমর্থক সন্দেহ করে পাক বাহিনী ছেলেটিকে গ্রেপ্তার করে গর্ত খোঁড়ায় হুকুম দেয়। ছেলেটি নিঃসন্দেহে হুকুম তামিল করার পর ছেলেটিকে গর্তের মধ্যে ঢুকিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গর্তেই কবর দেওয়া হয়।

সূত্র: কালান্তর, ১.৬.১৯৭১