You dont have javascript enabled! Please enable it! 1971.07.06 | পাক-সামরিক চক্র বন্দীদের পশুর মত রেখেছে | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাক-সামরিক চক্র বন্দীদের পশুর মত রেখেছে

নয়াদিল্লী, ৩ জুলাই (ইউ এন আই) – ঢাকা, চট্টগ্রাম, যশাের ও কুমিল্লার সামরিক ছাউনির ভিতর উচু পাঁচিলের আড়ালে বন্দী শিবিরগুলিতে হাজার হাজার মানুষ অসহনীয় অবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে।
লন্ডনের ডেলী টেলিগ্রাফ পত্রিকায় উপরােক্ত বন্দী শিবিরগুলির অস্তিত্বের কথা প্রকাশ করা হয়েছে।
গতকাল পত্রিকাটি এক নির্ভরযােগ্য রিপাের্টের ভিত্তিতে লিখেছে এই বন্দীশিবিরগুলিতে বন্দীদের উপর যে অকথা শারিরীক নির্যাতন ও মানসিক নিপীড়ন চালানাে হয় তা প্রত্যক্ষ করে মুষ্টিমেয় কয়েকজন পাকঅফিসার পর্যন্ত বিচলিত হয়ে পড়েন এবং নিজেদের স্বাধীনতাকে বিপন্ন করে বন্দীদের অসহায় অবস্থার কথা জানান বলে পত্রিকাতে বলা হয়েছে।
বন্দীদের রাখা হয় পশুর মত, অল্প একটু জায়গায় গাদাগাদি করে যাতে বন্দীরা ঘুমােতে বা বসতে পর্যন্ত পারে। পরিবারের কারুর সঙ্গে তাদের দেখা-সাক্ষাৎ করতে দেওয়া হয় না। বন্দীদের বেঁচে থাকার মত চাল আর জল দেওয়া হয় বটে-কিন্তু পরণের জামা-কাপড় পাল্টাবার কোনাে ব্যবস্থা তাদের নাই।
রিপাের্টে বলা হয়েছে, বন্দীরা সদাসর্বদা মৃত্যুর আশঙ্কা বুকে নিয়ে দিন গােনে। সে কোনাে মুহূর্তে বন্দীদের ধরে নিয়ে গুলী করে হত্যা করা হতে পারে। এমন হত্যাকাণ্ড পূর্বেও করা হয়েছে।
রিপাের্টে বলা হয়েছে বহু শহরে বাঙালীরা বেমালুম গায়েব হয়ে যাচ্ছেন। চট্টগ্রামে প্রতি রাত্রে ১ শত করে মানুষ লােপাট হয়ে যাচ্ছে। ঢাকাতে এই সংখ্যা ২০ থেকে ২ শতর মত বলে রিপাের্টে বলা হয়েছে।

সূত্র: কালান্তর, ৬.৭.১৯৭১