You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশে অবিলম্বে গণহত্যা বন্ধ করা হােক
উ-থান্টের কাছে ফ্লেবাগ বিশ্ববিদ্যালয় ছাত্রদের খােলা চিঠি

নয়াদিল্লী, ১৮ জুলাই (ইউ এন আই) – জার্মানীর ফ্লেবার্গ বিশ্ববিদ্যালয়ের অনেকগুলি ছাত্র সংগঠন জাতি সংঘের সেক্রেটারী জেনারেল উ-থান্টের কাছে এক খােলা চিঠিতে দাবি করেছেন যে, পশ্চিম পাকিস্তান সরকার যাতে মানবিক অধিকারকে সম্মান দেয় তারজন্য জাতিসংঘে তার ঐকান্তিক চেষ্টা চালানাে উচিত।
কয়েক শত ছাত্রের স্বাক্ষরিত ঐ খােলা চিঠিতে বাঙলাদেশে সামরিক অধিকারের উপর দমন নীতি ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা হােক বলে দাবি করে বলা হয়েছে যে শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তন যাতে সম্ভব হয় তার ব্যবস্থা করা প্রয়ােজন। চিঠিতে আরাে বলা হয়েছে যে, বাঙলাদেশে ধারাবাহিক গণ-হত্যার পরিবর্তে সেখানে স্বাধীনতা ও আত্ম-নিয়ন্ত্রণের অধিকার থাকা চাই।
অপারেশন থার্ড ওয়ার্ল্ড, সিটিজেন্স ইন স্টেট, স্টুডেন্টস অর্গানাইজেশন, প্রটেস্টান্ট স্টুডেন্টস কমিউনিটি, দি ইয়ং সােস্যালিস্ট, দি ইয়ং ডেমোেক্রাটস প্রভৃতি সংস্থা-গুলির সমর্থনকারী ছাত্ররা খােলা চিঠিতে স্বাক্ষর করেছেন।

সূত্র: কালান্তর, ১৯.৭.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!