You dont have javascript enabled! Please enable it!

মার্কিন টেলিভিশনে পাক বর্বরতা

নয়াদিল্লী ১ আগস্ট (ইউ এন আই) – লক্ষ লক্ষ মার্কিন জনগণকে গত ২৯ জুলাই টেলিভিশনে বাঙলাদেশে পাক বর্বরতা সম্পর্কে একটি ভাষ্যভিত্তিক প্রদর্শনসূচী দেখানাে হয়। বাঙলাদেশ থেকে ৭০ লক্ষ শরণার্থীদের প্রসঙ্গে বলা হয় যে, যদিও তারা অপুষ্টি, কলেরা, টাইফয়েডের বিরুদ্ধে লড়ছেন তারা জীবিত রয়েছেন এটাই ভাগ্যের কথা। পাক বর্বরতা যে সীমায় পৌঁছেছিল, তাকে গণহত্যা বলা চলে।
কূটনৈতিকদের মতে দুই লক্ষাধিক অসামরিক জনগণ নিহত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিনিধি বলেছেন যে, ছাত্র-বুদ্ধিজীবী- অধ্যাপক-চিকিৎসক ইঞ্জিনিয়ারগণ যে আদেশবলে হত্যা করা হয়েছে, তাদের জাতীয়তাবাদী আলােড়নে থাকা বা না থাকা প্রশ্ন ছিল না। বিশ্বব্যাঙ্কের জনৈক কর্মকর্তা একটি শহরের প্রত্যক্ষদৃষ্ট বর্ণনা।

সূত্র: কালান্তর, ২.৮.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!