You dont have javascript enabled! Please enable it! 1971.07.30 | কসবায় ২৪ জন রাজাকরের মৃত্যুদণ্ড | কালান্তর - সংগ্রামের নোটবুক

কসবায় ২৪ জন রাজাকরের মৃত্যুদণ্ড

আগরতলা, ২৯ জুলাই (ইউ এন আই) গেরিলারা সম্প্রতি কসবা এলাকার আড়াইবাড়ি থেকে ২৪ জন রাজাকারকে গ্রেপ্তার করেন। নিরীহ বেসামরিক ব্যক্তিদের উপর নৃশংস অত্যাচার চালানাের জন্য গত ২৭ জুলাই ধৃত সকলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। আঞ্চলিক কমান্ডাে মুক্তিবাহিনীর সদর দপ্তরে আজ ঐ সংবাদ পাঠিয়েছে।
উল্লেখযােগ্য এই সমস্ত রাজাকাররা সকলেই সমাজবিরােধী। পাক সামরিক শাসক এদের জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির কাছে নিয়ােজিত রেখেছে।
কুমিল্লা শহরে গত ২৬ জুলাই মুক্তিবাহিনী রাজাকারদের উপর আক্রমণ চালান। কুমিল্লা ও ফেণী এলাকায় গত ৩ দিনে এক সামরিক অফিসার ও ৬ জন পাক দালাল সহ ৬০ জন পাক হানাদার মুক্তি ফৌজের হাতে প্রাণ হারিয়েছে।
ত্রিপুরা এয়ার পাের্টের ৪ মাইল দূরের ভারতীয় সীমান্তবর্তী গ্রাম লঙ্কামুরায় এক বিস্ফোরণে ২ টি কুড়ে ঘর ধ্বংস হয়েছে। যতীন্দ্র মােহন গুপ্ত নামে জনৈক গ্রামবাসী, তাঁর পুত্র এবং ২টি গরু বিস্ফোরণে আহত হয়েছেন।
গতরাত্রে ঢাকার কমলাপুর স্টেশনে দুটি বােমা বিস্ফোরণে আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঢাকার সঙ্গে সংযােগরক্ষাকারী বিভিন্ন সেতুর সামনে অতিরিক্ত পাহারাদার বসানাে হয়েছে।

সূত্র: কালান্তর, ৩০.৭.১৯৭১