বাঙলাদেশে গণহত্যার নিন্দায় বােম্বাইয়ের লেখক বুদ্ধিজীবী ও মনীষীদের সম্মেলন
বােম্বাই, ২৭ সেপ্টেম্বর (ইউ এন আই) -বােম্বাই এর লেখক, বুদ্ধিজীবী ও মনীষীরা এক কনভেনশনে মিলিত হয়ে বাঙলাদেশে পাকিস্তানের পরিকল্পিত ব্যাপক গণহত্যার নিন্দা করেছেন। সর্বসম্মতভাবে গৃহীত এক প্রস্তাবে বুদ্ধিজীবী হত্যা ও বাঙলাদেশের বর্তমানও ভবিষ্যৎ নেতৃত্বের ধ্বংস করাকে সমালােচনা করা হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রফিক জাকারিয়া কনভেনশন উদ্বোধন করেন। তিনি বাঙলাদেশের জনগণকে আশ্বাস দেন যে, ভারতের জনগণ ঐক্যবদ্ধভাবে বাঙলাদেশকে সমর্থন জানাবে।
রঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছােটভাই শেখ আবু নাসের বলেন যে, ভারতের জনতার সমর্থনে তিনি অভিভূত।।
কনভেনশনের সভাপতি প্রখ্যাত উর্দু লেখক শ্রী কিষান চন্দর বাঙলাদেশ ও মুক্তিবাহিনীর প্রতি সংহতি জানান। কনভেনশন থেকে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মুক্তি দাবি করে ও সকল দেশের কাছে বাঙলাদেশের স্বীকৃতি দাবি করে প্রস্তাব গ্রহণ করা হয়। প্রারম্ভে বাঙলাদেশের গায়ক আবদুল জব্বার দুখানি মুক্তিসঙ্গীত পরিবেশন করেন।
সূত্র: কালান্তর, ২৮.৯.১৯৭১