You dont have javascript enabled! Please enable it!

পূর্ববঙ্গের গণহত্যা সম্পর্কে
ন্যাপ নেতাদের নিরপেক্ষ তদন্তের দাবি

নয়াদিল্লী, ১৫ অক্টোবর (ইউ-এন আই) ন্যাশনাল আওয়ামী পার্টির (ওয়ালি গ্রুপ) দুই নেতা শ্রীগােলাম মহম্মদ লাখীর এবং শ্রীরশীদ আমেদ সিদ্দিকি গত মার্চে পূর্ববাংলায় গণহত্যা সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। করাচির ‘জং’ পত্রিকায় উপরােক্ত সংবাদ প্রচারিত হয়েছে। কায়েমী স্বার্থবাদী প্রচারণার বিরােধিতা করে নেতৃদ্বয় বলেন যে, যখন অধুনা বে-আইনী আওয়ামী লীগের নেতৃত্বে অসহযােগ আন্দোলন পরিচালিত হয়েছিল তখন সরকার যে গণহত্যা চালিয়েছে সে সম্পর্কে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদি তদন্ত করেন তখন আসল তথ্য প্রকাশ হয়ে পড়বে।
হায়দারাবাদ (সিন্ধু)- এ এক সাংবাদিক সম্মেলনে ভাষণদান প্রসঙ্গে উপরােক্ত নেতৃদ্বয় তাদের পার্টির নেতা খান আবদুল ওয়ালি খান, অধ্যাপক মােজাফফর আমেদ এবং মাহমদুল হক ওসমানির সমর্থনে ঘােষণা করেন যে, এই নেতারা সাচ্চা দেশপ্রেমিক। এই নেতাদের সম্পর্কে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের অপপ্রচারের জন্য ন্যাপ নেতৃদ্বয় গভীর দুঃখ প্রকাশ করেন।
তারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। তারা আরও বলেন যে, এই পথেই বর্তমান রাজনৈতিক সঙ্কট কাটানাে সম্ভব।

সূত্র: কালান্তর, ১৬.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!