বাঙলাদেশ পররাষ্ট্রমন্ত্রীকে সলিল চৌধুরীর গানের রেকর্ড উপহার
(স্টাফ রিপাের্টার)
মুজিবনগর, ১০ নভেম্বর- অতীতের গণনাট্য আন্দোলনে খ্যাতকীর্তি, বর্তমানে বােম্বাইয়ের জনপ্রিয় সঙ্গীত পরিচালক শ্রী সলিল চৌধুরী তার স্বরচিত গান “আমি খালেদের মা বলছি”-বাঙলা রেকর্ড আজ এখানে বাঙলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খােন্দকার মােস্তাক আহমদের হাতে উপহার দেন।
শ্রী চোধুরীই গানটির সুরস্রষ্টা। বাঙলাদেশের প্রসিদ্ধ চলচ্চিত্রাভিনেত্রী শ্রীমতী কবরী চৌধুরীর আবেগপ্রবণ কণ্ঠে গানটি রেকর্ড করা হয়েছে। বীর শহীদ মুক্তিযোেদ্ধা ‘খালেদএর দুঃসাহসী অভিযানই গানের উপজীব্য।
এই উপলক্ষ্যে আয়ােজিত এক ছােট্ট অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মেগাফোন কোম্পানীর মালিক শ্রীকমল ঘােষ।
সূত্র: কালান্তর, ১২.১১.১৯৭১