বাঙলাদেশ নিখোজ পরিবার তথ্য কেন্দ্র
পাক জঙ্গীশাহীর অত্যাচারে বাঙলাদেশ থেকে নানাভাবে বহু মানুষ ভারতে চলে আসছেন। আসবার সময় রাস্তায় অনেকেই তাদের আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এদের খোঁজ-খবর দেবার জন্য “বাঙলাদেশ নিখোজ পরিবার তথ্য কেন্দ্রের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রের কার্যালয়ে (৩৪ এ, সুরেন সরকার রােড, বেলেঘাটা) খোঁজ নিতে অনুরােধ জানান হচ্ছে।
সূত্র: কালান্তর, ১৮.১০.১৯৭১