You dont have javascript enabled! Please enable it!

যশােহর রণাঙ্গণে পাকবাহিনীর গণহত্যা

মুজিবনগরের সরকারী সূত্র অনুযায়ী, ৭ অক্টোবর বরিশালের কাছে মুক্তিযােদ্ধাদের দুর্বার আক্রমণে বহু পাকসৈন্য ও অসামরিক সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হওয়ার ফলে পাক সৈন্যগণ যশােহর রণাঙ্গনে ২০০ জন নাগরিককে খুন করে।
রংপুর রণাঙ্গনে ৬ ও ৭ অক্টোবর মুক্তিবাহিনীর গেরিলারা ফুলবাড়ি, রাজশাহী ও ভুরুঙ্গামারীতে বহু পাক সৈন্য সমাবেশ ও টহলদার পাক বাহিনীকে প্রবলভাবে আক্রমণ করেছেন।
শ্রীহট্ট রণাঙ্গণে ২ অক্টোবর বালিয়ার কাছে এক গ্রামে টহলদার রাজাকারদের অতর্কিতে আক্রমণ করে মুক্তিযােদ্ধারা কয়েকটি রাজাকার খতম করেন। ৭ অক্টোবর গেরিলারা মাইন দিয়ে একটি জীপ উড়িয়ে দিয়ে ৪ জন পাক সৈন্য নিহত করেন। ঢাকায় বােমা বিস্ফোরণের ফলে গেরিলারা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত করতে পেরেছেন।

সূত্র: কালান্তর, ১২.১০.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!