বিপ্লবী হীরালাল স্মরণ সভা অনুষ্ঠিত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৬ নভেম্বর-বাঙলাদেশের পটুয়াখালিতে পাকিস্তানী ফৌজের গুলিতে নিহত বীর বিপ্লবী হীরালাল দাসগুপ্তের স্মরণে আজ কলেজ স্কোয়ারে স্টুডেন্টস হলে এক জনসভা অনুষ্ঠিত হয়। ১৯২৬ সালে ১৩ বছরের কিশাের শ্রী হীরালাল দাশগুপ্ত স্বদেশী ও খিলাফৎ আন্দোলনে অংশ গ্রহণ করে কারারুদ্ধ হয়েছিলেন। এর পর থেকে সুদীর্ঘ ৪৫ বছর শ্রীদাশগুপ্ত জনতার সংগ্রামের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন।
হীরালাল দাশগুপ্তের বিভিন্ন সময়ের সহযােগী সহকর্মী ও শিষ্যরা সভায় উপস্থিত হয়েছিলেন। সভায় শ্রীমতী মনােরমা বসু সভানেত্রীত্ব করেন। বাঙলাদেশের বিপ্লবী আন্দোলনের নেতৃবৃন্দ সর্বশ্রী দেবেন্দ্র দত্ত, দেবেন ঘােষ, নালিনী দাশ, প্রমুখ এই সভায় সকলের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়ে বলেন যে বাঙলাদেশের মুক্তি সংগ্রামকে সর্বোতভাবে সহায়তা দিয়ে ও তাকে জয় করেই শহীদ হীরলাল দাশগুপ্তের স্মৃতি রক্ষা করা সম্ভব।
সূত্র: কালান্তর, ৮.১১.১৯৭১