বাংলাদেশে গণহত্যার বিরুদ্ধে
সােভিয়েত ডক শ্রমিক ও সমুদ্র নাবিকদের প্রতিবাদ
বােম্বাই, ৬ সেপ্টেম্বর (ইউ-এন-আই) – সােভিয়েত ইউনিয়নের ডক শ্রমিক ও সমুদ্র নাবিকদের সংস্থা সমুদ্র ও নদী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি পুর্ববাঙলায় সন্ত্রাসবাজ এবং গণহত্যার নিন্দা করেছেন। এই কমিটি অবিলম্বে বাঙলাদেশের উপর জঙ্গীবাহিনীর নির্যাতন বন্ধের দাবি জানায়।
সারা ভারত পাের্ট এবং ডক শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রী এস আর কুলকার্ণি আজ এ তথ্য জানিয়েছেন। শ্রী কুলকার্ণি সােভিয়েত ইউনিয়ন সফর শেষ করে সদ্য ভারতে ফিরে এসেছেন।
সােভিয়েত ট্রেড ইউনিয়নের অভিমত উদ্ধৃতি দিয়ে শ্রী কুলকার্ণি আরও জানান যে ভারতে আগত পূর্ববঙ্গের শরণার্থীরা যাতে স্বদেশে ফিরে যেতে পারেন এবং তারা সেখানে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক জীবন যাত্রার প্রতিশ্রুতি পান সেরূপ পরিবেশ সৃষ্টির জন্য সােভিয়েত ট্রেড ইউনিয়নগুলি দাবি জানিয়েছেন।
শ্রী কুলকার্ণি সােভিয়েত ট্রেড ইউনিয়নের নেতাদের বক্তব্য উল্লেখ করে আরও বলেন যে, পূর্ব বাঙলার শরণার্থীদের জন্য ভারত যে বিপুল ত্রাণ কাজ পরিচালনা করছেন তার প্রতি সােভিয়েত শ্রমিকশ্রেণী পূর্ণ নৈতিক এবং বাস্তব সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
সূত্র: কালান্তর, ৮.৯.১৯৭১