You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | শহরবাসীদের খুন করাই পাক সৈন্যদের উদ্দেশ্য লন্ডনে চট্টগ্রাম প্রত্যাগত জনৈক বৃটেনবাসীর হৃদয়বিদারক বর্ণনা | কালান্তর - সংগ্রামের নোটবুক

শহরবাসীদের খুন করাই পাক সৈন্যদের উদ্দেশ্য
লন্ডনে চট্টগ্রাম প্রত্যাগত জনৈক বৃটেনবাসীর হৃদয়বিদারক বর্ণনা

লন্ডন, ৮ এপ্রিল (এপি) – পাক-সৈন্যরা নিছক খুন করার জন্য বাংলাদেশের মানুষের উপর আক্রমণ চালিয়েছে। চট্টগ্রাম থেকে পালিয়ে আসা ৫ জুন বুটেনবাসীর মধ্যে জনৈক ইঞ্জিনিয়ার লন্ডন বিমান বন্দরে বাঙলাদেশ’- এর অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে এই যে অভিযোেগ করেন।
যখন তারা চট্টগ্রাম ছেড়ে আসছিলেন, পাক সেনাদের সাথে মুক্তিযােদ্ধাদের প্রচণ্ড লড়াই দেখে এসেছেন।
উক্ত ইঞ্জিনিয়ার বলেন যে, চট্টগ্রামে নিরীহ শহরবাসীদের ঘর থেকে টেনে বের করে রাস্তায় দাঁড় করিয়ে মেশিনগানের গুলিতে হত্যা করা হয়েছে। শত শত শিশুসহ বাঙলাদেশের হাজার হাজার মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। প্রাণ ভয়ে যারা পালানাের চেষ্টা করেছিলেন সৈন্যরা তাদের ওপর কুকুরের মতাে ঝাঁপিয়ে পড়েছে। তিনি পরিষ্কার জানান যে, পাক সৈন্যরা কেবলমাত্র চট্টগ্রাম শহর এলাকা দখল করে আছে। এছাড়া পার্শ্ববর্তী সর্বত্র এবং শহরের যােগাযােগের সমস্ত পথে মুক্তিযােদ্ধাদের পূর্ণ কর্তৃত্ব বজায় রয়েছে।
অপর বৃটেনবাসী যিনি চট্টগ্রামের একটি চটকলের ম্যানেজার ছিলেন, তিনি সাংবাদিকদের কাছে বলেন যে, যারা এখনও বেঁচে রয়েছেন তারা অনাহারে আছেন। যে কোন উপায়ে চট্টগ্রাম খাদ্য ঔষধপত্রাদি পৌছানাে দরকার।

সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১