You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাংলাদেশে গণহত্যার প্রতিবাদ

কলকাতা, ৮ এপ্রিল, (সংবাদদাত) – বাংলাদেশের জনসাধারণের উপর পাকিস্তানের সামরিক চক্রের নৃশংস অত্যাচারের প্রতিবাদে ভারত গণতান্ত্রিক জার্মানি মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ড. পঞ্চানন সাহা গতকাল এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে সেন্টো ও সিয়াটো সামরিক জোটের অস্ত্র শস্ত্রে সজ্জিত পশ্চিম পাকিস্তানী সৈন্যদের বাংলা দেশে বর্বরােচিত হত্যাকাণ্ডের নিন্দা করা হয়েছে এবং ভারত সরকারের কাছে বাংলাদেশের অস্থায়ী সরকারকে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দানের আবেদন করা হয়েছে।
গত ৩ এপ্রিল আই, সি, ডব্লিউ অফ ইন্ডিয়া এমপ্লয়িজ এসােসিয়েশনের সভায় গৃহীত এক প্রস্তাবে বাংলা দেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পাক সৈন্য কর্তৃক বাংলা দেশের নিরীহ জনগণকে বর্বরােচিতভাবে হত্যা করার তীব্র নিন্দা জানান হয়েছে। প্রস্তাবে বাংলা দেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতিদানের জন্য ভারত সরকারে কাছে দাবি করা হয়েছে।

সূত্র: কালান্তর, ২৩.১১.১৯৭১