বাঙলাদেশ সরকারের প্রথম কার্টু ঘােষণা
মুসলিম লীগের হীন কার্যকলাপ রােধের জন্য কড়া ব্যবস্থা
আগরতলা, ২৫ এপ্রিল- (ইউ এন আই) বাংলা দেশের মুক্তি সংগ্রামকে সাবােতেজ করার জন্য মুসলীম লীগ। যে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে বাংলাদেশ সরকার তা শক্ত হাতে দমন করার চেষ্টা করছেন।
মুক্তাঞ্চলের লস্কর ও সতিয়াজুরি রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় গত সপ্তাহে মুসলিম লীগের হিন্দু বিরােধী বিক্ষোভের মােকাবিলায় বাংলাদেশ সরকার অনির্দিষ্টকালের জন্য কার্ফুর নির্দেশ দিয়েছেন। নির্দেশে দেখামাত্র গুলি করার কথা বলা হয়েছে।
জনৈক শরণার্থী আজ জানিয়েছে একটি রেলওয়ে সেতু ধ্বংসের জন্য মুসলিম লীগের কর্মীরা হিন্দুদের ঘাড়ে দোষ চাপায়। আওয়ামী লীগের বিরুদ্ধে পরিস্থিতিকে কাজে লাগানাের বাসনায় তারা হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির প্রয়াস চালায় এবং প্রতিশােধের আহ্বান জানায়।
ঐ কার্ফুর নির্দেশে যে কোন ব্যক্তিকে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে দেখলে তাকে গুলি করার কথা বলা হয়েছে।
সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১