You dont have javascript enabled! Please enable it! 1971.04.24 | বাঙলাদেশের জন্য রিলিফ কূটনৈতিক মিশনে জমা দিন- নতুন সরকারের আবেদন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের জন্য রিলিফ কূটনৈতিক মিশনে জমা দিন- নতুন সরকারের আবেদন

মুজিবনগর, ২২ এপ্রিল-আজ বাংলাদেশ সরকারের পক্ষে এক প্রেস-বিজ্ঞপ্তি মারফতে বাংলাদেশের জন্য সংগৃহীত রিলিফের জিনিসপত্র বাঙলাদেশ কূটনৈতিক মিশনে হােসেন আলির কাছে জমা দিতে অনুরােধ করা হয়েছে। ঐ মিশন দপ্তরের ঠিকানা হলাে ৯, সার্কাস এভেনিউ, কলকাতা -১৭।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের রিলিফ কমিটি কাজ শুরু করার পর থেকে জনসাধারণ এবং দাতব্য প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক সংস্থাগুলি প্রশংসনীয় সহযােগিতা করছেন। তারা ইতােমধ্যে ঐ কমিটির সঙ্গে যােগাযােগ করে জিনিসপত্র পাঠাচ্ছেন। যে সব বন্ধু স্থানীয় সংগঠন এবং জনসাধারণ রিলিফ দিতে চান তাঁদের সুবিধার জন্য ঐ বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে এই প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেন আবদুল মান্নান।

সূত্র: কালান্তর, ২৪.৪.১৯৭১