সমম্বয় কমিটি গঠনে মুক্তি সংগ্রামে এক নতুন স্তরের সূচনা হল বাঙলাদেশ পররাষ্ট্র সচিবের ঘােষণা
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ১১ সেপ্টেম্বর বাঙলাদেশের পররাষ্ট্র সচিব জনাব মাহবুব আলম গতকাল এখানে বলেন, বাঙলাদেশের বিশিষ্ট পাঁচটি পার্টির প্রতিনিধিদের নিয়ে সমন্বয় কমিটি গঠনের ঘটনা খুবই গুরুত্বপূর্ণ এবং এতে মুক্তি সংগ্রামের এক নতুন স্তরের সূচনা হল।
তিনি মনে করেন, মুক্তি সংগ্রামে যে নতুন গতিবেগ সৃষ্টি হয়েছে তাকে মুক্তিযােদ্ধাদের সকল কার্যকলাপের সমম্বয় সাধন করার প্রয়ােজন হয়ে পড়েছে।
বাঙলাদেশের জনগণের ওপর ইয়াহিয়া খার জঙ্গীচক্রের বিশ্বাস ঘাতকতাপূর্ণ আক্রমণের পর বাঙলাদেশের সমস্ত রাজনীতিকদলের নেতৃবৃন্দের একটি অভিন্ন কার্যসূচী নিয়ে এগিয়ে যাবার প্রয়ােজন হয়েছিল।
এক সাংবাদিক সম্মেলনে ভাষণদান প্রসঙ্গে পররাষ্ট্র সচিব জনাব মাহবুব হালিম বলেন, যে- সংগ্রামে সমগ্র জনতা অংশ গ্রহণ করেন সেই সংগ্রাম বিপ্লবী রাজনীতিক সগ্রাম হয়ে দাঁড়ায়। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সময় বাঙলাদেশের একটি প্রতিনিধিদল নিউ ইয়র্কে যাবেন এবং বাঙলাদেশ পাকবাহিনী কর্তৃক গণ-হত্যার এবং বাঙলাদেশের শরণার্থীদের বিষয় উক্ত অধিবেশনে উত্থাপনের জন্য বন্ধুদেশগুলির সঙ্গে যােগাযােগ করবেন।
তিনি জোরের সঙ্গে বলেন, আলােচনার মাধ্যমে কোনাে মীমাংসায় পৌছুতে হলে তার পূর্বে বাঙলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নিতে হবে।
সূত্র: কালান্তর, ১২.৯.১৯৭১