You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | বাঙলাদেশ মন্ত্রীদের সঙ্গে ডি পি ধরের বৈঠক | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ মন্ত্রীদের সঙ্গে ডি পি ধরের বৈঠক

মুজিবনগর, ১৬ সেপ্টেম্বর (ইউ এন আই) – ভারতের পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারক কমিটির চেয়ারম্যান শ্ৰী ডি পি ধর আজ এখানে বাঙলাদেশ সরকারের মন্ত্রীদের সঙ্গে বিস্তারিত আলােচনা করেন।
জাতিসংঘের আন্ন অধিবেশনে বাঙলাদেশ সরকারের প্রতিনিধিদল কি বক্তব্য উপস্থিত করবেন বিশেষ করে সে সম্পর্কেও শ্রীধরের সঙ্গে বাংলাদেশ সরকারের মন্ত্রীদের আলােচনা হয়েছে বলে জানা গেছে।
বাঙলাদেশের প্রতিনিধিরা সত্বর দিল্লী হয়ে নিউইয়র্কের পথে যাত্রা করবেন। সম্ভবতঃ এই প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন পররাষ্ট্র মন্ত্রী খােন্দকার মােস্তাক আমেদ।
প্রতিনিধিদলে বুদ্ধিজীবী এবং পার্লামেন্টারিয়ানরাও থাকবেন।
বাঙলাদেশের এই মিশন জাতিসংঘের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে তাঁদের সমস্যা নিয়ে আলােচনা করবেন।
কলকাতা থেকে স্টাফ রিপাের্টার জানাচ্ছেন। বাঙলাদেশ সূত্রে প্রাপ্ত এই সংবাদে জানা গেল, ঐ প্রতিনিনিধদলে বাঙলাদেশের পররাষ্ট্র সচিব মহববুল আলম, আবুল ফতে, অধ্যাপক মুজফফর আহমদ চৌধুরী থাকবেন এবং লণ্ডন থেকে আবু সৈয়দ চৌধুরী এই প্রতিনিধিদলে যােগ দেবেন।

সূত্র: কালান্তর, ১৭.৯.১৯৭১