You dont have javascript enabled! Please enable it! 1971.09.17 | ১৭ সেপ্টেম্বর বাঙলাদেশে শিক্ষা দিবস’ | কালান্তর - সংগ্রামের নোটবুক

১৭ সেপ্টেম্বর বাঙলাদেশে শিক্ষা দিবস’
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৬ সেপ্টেম্বর- বাঙলাদেশে ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবস। এ বছর শিক্ষা দিবসে ঐক্যবদ্ধভাবে শত্রুর মােকাবিলা করার আহ্বান জানিয়ে বাঙলাদেশ ছাত্র-ইউনিয়নের সভাপতি জনাব নূরল ইসলাম একটি বিবৃতি দিয়েছেন।
তিনি শিক্ষা দিবসে শত্রু বাহিনীর বিরুদ্ধে আরও তীব্র আক্রমণ চালিয়ে সে দিনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ছাত্র সমাজ ও মুক্তি যােদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন -১৯৬২ সালে এই দিনে ছাত্র সমাজ পাকিস্তানের স্বৈরাচারী সামরিক একনায়ক আয়ুব খানের বিরুদ্ধে শিক্ষার অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হয়েছিল। সামরিক চক্র রক্তের বন্যায় ছাত্রদের ডুবিয়ে দিতে চেষ্টা করেছিল। এবার নতুন পরিস্থিতিতে শিক্ষা দিবস পালন করার জন্য তিনি আহ্বান জানান।

সূত্র: কালান্তর, ১৭.৯.১৯৭১