You dont have javascript enabled! Please enable it! 1971.09.13 | বাঙলাদেশের মুক্তি সংগ্রাম নয়া-উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিচালিত -কামারুজ্জামান | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের মুক্তি সংগ্রাম
নয়া-উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পরিচালিত -কামারুজ্জামান

আগরতলা, ১২ সেপ্টেম্বর (ইউ, এন, আই) – বাঙলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এ, এইচ, এম, কামারুজ্জামান সম্প্রতি কুমিল্লার কোনাে এক মুক্ত এলাকায় মুক্তি বাহিনীর গেরিলাদের কাছে বলেছেন, “মুক্তিসংগ্রাম কেবল পশ্চিম পাকিস্তানী শাসকদের বিরুদ্ধেই নয়, সেই সকল অশুভ শক্তির বিরুদ্ধেও পরিচালিত-যে শক্তিগুলি গােপনে নয়া উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের পক্ষে কাজ করে।”
তিনি বাঙলার জনগণকে “বিশ্বের নিপীড়িত ও অত্যাচারিত জনগণের পক্ষে দাঁড়ানাের জন্য” শপথ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, “পৃথিবীর যে কোনাে স্থানে যে-সবল মানুষ অত্যাচারে জর্জরিত হচ্ছেন, তাদের জন্য আপনাদের সমবেদনা ও সহায়তা জ্ঞাপন করতেই হবে।”
যে-সকল রাষ্ট্র বাঙলাদেশের পাশে এই সঙ্কটজনক পরিস্থিতিতে দাঁড়িয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি “যারা গণতান্ত্রিক নীতি ও মূল্য বােধের প্রচার করে কার্যত সেগুলি অবজ্ঞা করেন তাঁদের তীব্র সমালােচনা করেন।
যে-সকল রাষ্ট্র আত্মনিয়ন্ত্রণের অধিকারকে মেনে নিয়েও প্রকৃত পক্ষে “পরাধীন জনগণের কণ্ঠদেশে ঔপনিবেশিকতার শৃঙ্খল পুনরায় পরানাের জন্য ব্যগ্রচিত্ত শয়তান ও দানবদের সমর্থন করেন তাদেরকেও তিনি ধিক্কার জানিয়েছেন।
তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘােষণা করেছেন, তাঁর দেশের সাড়ে সাত কোটি মানুষ যে স্বাধীনতা ঘােষণা করেছে তা কোনাে “রূপকথা নয়, স্থায়ীভাবে বেঁচে থাকবে।”
এমন কোনাে আপস আমরা মেনে নেবাে না যার ফলে -যাদের হাত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত, যারা আমাদের মহিলাদের ইজ্জত ভূলুণ্ঠিত করেছে, তাদের সঙ্গে এক ছাদের তলায় বসবাস করতে বাধ্য করে। জনাব কামরুজ্জামান এক সপ্তাহের মধ্যে পূর্বাঞ্চলের বিভিন্ন মুক্ত এলাকা পরিদর্শন করেছেন।

সূত্র: কালান্তর, ১৩.৯.১৯৭১