You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | বাঙলাদেশ সরকার ইস্রায়েলের কাছে অস্ত্র সাহায্যের আবেদন করেনি | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সরকার ইস্রায়েলের কাছে অস্ত্র সাহায্যের আবেদন করেনি

মুজিবনগর ১৮ সেপ্টেম্বর (ইউ-এন আই) – অস্ত্র সাহায্যের জন্য ইস্রায়েলের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে বলে কোনাে কোনাে সংবাদপত্রে যে খবর বেরিয়েছে বাংলাদেশ সরকারের বৈদেশিক দপ্তর থেকে আজ সে সংবাদের সত্যতা অস্বীকার করা হয়েছে।
মাসুদ কাশেম নামে জনৈক ব্যক্তি বাঙলাদেশের পক্ষে ইস্রায়েল সরকারের কাছে আবেদন করেছে- এই মর্মে প্রকাশিত সংবাদের উপর মন্তব্য করতে গিয়ে বৈদেশিক দপ্তর এক বিবৃতিতে এ ব্যাপারে তাঁদের ঐ অস্বীকৃতির কথা জানান।
বিবৃতিতে বলা হয়েছে, বাঙলাদেশ সরকার ইস্রায়েলে কখনই কোনাে প্রতিনিধি পাঠানাে কোনাে অনুমােদিত ব্যক্তি সংবাদপত্রে বিবৃতি দিলে বা যে কোনাে উদ্যোগ গ্রহণ করলে তা তাঁদের নিজেদের দায়িত্বেই করে থাকবেন। সুতরাং তারা যে মন্তব্য করেছেন অথবা উদ্যোগ নিয়েছেন সেটা তাদের নিজেদের ব্যাপার এবং এ বিষয়ে বাঙলাদেশ সরকারের কোনাে দায়িত্ব নেই।

সূত্র: কালান্তর, ২০.৯.১৯৭১