৬ নভেম্বর বাঙলাদেশ যুক্ত উপদেষ্টা কমিটির বৈঠক
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ২ নভেম্বর-আগামী ৬ নভেম্বর মুজিবনগরে বাঙলাদেশ যুক্ত উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠক হচ্ছে। বাঙলাদেশ সরকারের ঘনিষ্ঠ মহলের সূত্রে এই সংবাদ জানা গেল।
যুক্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক হয়েছিল গত ৮ সেপ্টেম্বর। বাঙলাদেশের মুক্তি-সগ্রামে যে বিভিন্ন রাজনৈতিক সংগ্রামী শক্তি অংশগ্রহণ করছে, তাদের সগ্রামকে সুসমম্বিত করে দখলদার পাক ফৌজের বিরদ্ধে চূড়ান্ত আঘাত হানার উদ্দেশ্যে এই যুক্ত উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে আছেন-বাঙলাদেশ সরকারের মন্ত্রিসভার চারজন সদস্য, বাঙলাদেশ কমিউনিস্ট পার্টির শ্রীমণি সিং, ন্যাশনাল আওয়ামী পার্টির অধ্যাপক মােজাফফর আহমদ, প্রবীণ নেতা মওলানা আবদুল হামিদ খা ভাসানী ও শ্ৰীমনােরঞ্জন ধর।
এছাড়া, আওয়ামী লীগের আরাে দুজন সদস্য এই কমিটির অন্তর্ভূক্ত হবেন। সম্প্রতি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে ঐ দুজন সদস্যের নাম স্থির হয়েছে বলে জানা গেল। সুতরাং আগামী ৬ নভেম্বরের বৈঠক ঐ দুজন নতুন সদস্য যােগ দেবেন এবং সম্ভবত ঐ দিনই নতুন সদস্য দুজনের নাম ঘােষিত হবে।
এই বৈঠকে মুক্তিযুদ্ধের বর্তমান পর্যায় ও পাকিস্তানের ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগিরের পরিপ্রেক্ষিতে সমগ্র পরিস্থিতির পর্যালােচনা করে ইতিকর্তব্য নির্ধারণ করা হবে বলে জানা গেল।
সূত্র: কালান্তর, ৩.১১.৯১৭১