০১ নভেম্বর, ১৯৭১ঃ ধলাই যুদ্ধ ৫ম দিন
মিত্রবাহিনীর দেড় ব্যাটালিয়ান সৈন্যসহ (৭ রাজপুতানা রাইফেলস ও ২ জাঠ এর ২ কোম্পানী) পাকসেনাদের ধলাই বিওপি এবং ফ্যাক্টরী ঘাঁটির ওপর প্রচন্ড আক্রমণ চালায়। এতে উভয় পক্ষে বেশ ক্ষয়ক্ষতি হয়। ধলাই মুল বিওপি ছাড়া পার্শ্ববর্তী সকল এলাকা মিত্র বাহিনীর দখলে আসে। ১ বেঙ্গল রিজার্ভ হিসাবে অবস্থানে থাকে। ভারতীয় ব্রিগেড কমান্ডার হিসাবে টম পাণ্ডে যোগ দেন। যুদ্ধে ভারতীয় বাহিনীর ১৯ জন হতাহত হয়। পাকিস্তান গণমাধ্যমে বলা হয়েছে ধলাই আক্রমন ব্যর্থ করে দেয়া হয়েছে এবং ভারতীয় এবং তাদের চরদের ৩২ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।