You dont have javascript enabled! Please enable it! 1971.09.29 | বাঙলাদেশ সরকারের প্রতিবাদ | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সরকারের প্রতিবাদ
(নিজস্ব সংবাদদাতা)

মুজিবনগর, ২৮ সেপ্টেম্বর- বাঙলাদেশের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনােনীত উপাচার্য ও শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহযােগী বলে পরিচয় দানকারী” ড, মজহারুল ইসলাম “ঐক্যবদ্ধ বাঙলাদেশ” সম্পর্কে যে মন্তব্য করেছেন, তার সঙ্গে বাঙলাদেশ সরকারের কোনও সম্পর্ক নেই। আজ বাঙলাদেশ সরকারের জনৈক মুখপাত্র একথা জানান। উল্লেখ করা যেতে পারে যে, ইতি পূর্বে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ডা. ইসলাম কোঝিকোড এ এক মন্তব্য করেছিলেন যে, ঐক্যবদ্ধ বাঙলাদেশের প্রস্তাবকে বাঙলাদেশের মানুষ স্বাগত জানাবে, কিন্তু ভারত সরকার হয়তাে তা পছন্দ নাও করতে পারেন।
বাঙলাদেশ সরকারের মুখপাত্র এ সম্পর্কে বলেন, ঐ বক্তব্য একেবারেই অবাস্তব এবং নিঃসন্দেহে ডঃ ইসলামের সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত।
উক্ত মুখপাত্র অভিযােগ করেন যে, ডঃ ইসলাম প্রায়ই প্রকাশ্যে এমন সব বিষয় নিয়ে মন্তব্য করেন যেগুলি অত্যন্ত সেনসিটিভ তাে বটেই, উপরন্ত তাঁর বক্তব্য বাংলাদেশ সরকারের ঘােষিত নীতিরও সম্পূর্ণ বিরােধী। তাঁর এইসব বক্তব্যের দরুন ইতিপূর্বে একাধিকবার বাঙলাদেশ সরকারকে নিজস্ব বক্তব্য পুনর্ঘোষণা করতে হয়েছে।

সূত্র: কালান্তর, ২৯.৯.১৯৭১