নয়াদিল্লীর বাঙলাদেশ মিশনের প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী
নয়াদিল্লী, ২৫ অক্টোবর (ইউ এন আই) – নয়াদিল্লীর পাকিস্তান হাই কমিশনের প্রাক্তন মিনিস্টার কাউন্সিলর শ্রী হুমায়ুন রশিদ চৌধুরী নয়াদিল্লীর বাঙলাদেশ মিশনের প্রধান নির্বাচিত হয়েছেন। শ্রী চৌধুরী এ মাসের গােড়ার দিকে বাঙলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
মিশনের জনৈক মুখপাত্র জানান যে, পাকিস্তানের দুই প্রাক্তন কুটনীতিকে-কে এম শিহাবুদ্দিন ও আমজাদুল হক শ্রী চৌধুরীকে সহযােগিতা করবেন।
শ্রী হুমায়ুন রশিদ চৌধুরীর বয়স ৪৩ বছর। তিনি পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসে ১৯৫৩ সালে যােগদান করেন। দিল্লী আসার আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, ইতালী, ফ্রান্স, ইরাক ও পর্তুগালের বিভিন্ন শহরে পাকিস্তানের হয়ে কূটনীতিকের কাজ করেন। কিন্তু বাঙলাদেশের মানুষের উপর পাকিস্তান সরকারে নিষ্ঠুর অত্যাচারের প্রতিবাদ ও মুক্তি সগ্রামের সমর্থনে তিনি পাকিস্তান সরকারের কাজ ছেড়ে দেন।
সূত্র: কালান্তর, ২৬.১০.১৯৭১