You dont have javascript enabled! Please enable it! 1971.10.22 | ভারত -যুগােশ্লাভ যুক্ত বিবৃতির প্রতি বাঙলাদেশ সরকারের অভিনন্দন | কালান্তর - সংগ্রামের নোটবুক

ভারত -যুগােশ্লাভ যুক্ত বিবৃতির প্রতি বাঙলাদেশ সরকারের অভিনন্দন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ২১ অক্টোবর- ভারত-যুগােশ্লাভ যুক্ত বিবৃতিকে আজ বাঙলাদেশ সরকার স্বাগত জানিয়েছেন। মুজিবনগর থেকে প্রাপ্ত এক সংবাদে জানা গেল যে, বাঙলাদেশ সরকারের জনৈক মুখপাত্র বলেছেন যে, শেখ মুজিবর রহমানের জীবন সম্পর্কে দুই প্রধানমন্ত্রীর উদ্বেগের মধ্যে দিয়ে ঐ দুই দেশের জনগণের মনােভাবই প্রকাশিত হয়েছে। শরণার্থীদের নিয়ে যাওয়া প্রসঙ্গে বাঙলাদেশ সরকারের নীতিকে এই যুক্ত বিবৃতি সমর্থন করছে, একথা উল্লেখ করে ঐ মুখপাত্র সন্তোষ প্রকাশ করেন।

সূত্র: কালান্তর, ২২. ১০.১৯৭১