১ নভেম্বর ১৯৭১ঃ খেয়ালের বশে মুজিবের মুক্তি দিতে পারিনা—ইয়াহিয়া
পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিউজ উইক এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, জাতি চাইলে বেআইনী আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের মুক্তির প্রশ্নটি তিনি বিবেচনা করে দেখতে পারেন। তবে মুক্তির পর মুজিব পূর্ব পাকিস্তান ফিরে গেলে তার লোকেরাই তাকে মেরে ফেলবে কারন তারা মনে করে বর্তমান দুরাবস্থার জন্য তিনিই দায়ী। তিনি বলেন ২০ ডিসেম্বর জাতীয় পরিষদ বসবে এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং কর ধার্য ছাড়া সকল ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবে। তিনি বলেন, বর্তমানের বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিকে তিনি আর বিস্তৃত করতে চান না, তবে ভারত যদি পাকিস্তানের এলাকা দখলে দুস্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) অস্ত্রশস্ত্র ও মদদ দান অব্যাহত রাখে এবং ক্রীড়নক বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা করতে চায় তবে যুদ্ধ বাধবে। আর পাকিস্তান যদি আক্রান্ত হয় চীন পাকিস্তানকে অস্র দিয়ে সাহায্য করবে।
পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান লন্ডনের ‘ডেইলী মেইল’-এর সাথে অপর এক সাক্ষাৎকারে বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ আসন্ন। ভারত-পাকিস্তান আক্রমণ করলে চীন তা সহ্য করবে না। তিনি বলেন, বাংলাদেশ অর্থ যে পাকিস্তান খণ্ডিত হওয়ার চাইতেও বেশি তাহা এই মহিলাটি অনুধাবন করতে সমর্থ হন এটাই খোদার কাছে প্রার্থনা করি। ইহা খোদ ভারতীয় ইউনিয়নের অবসানের সূচনা করবে।