অবিলম্বে স্বাধীন বাংলা দেশকে স্বীকৃতি দাও
ভারত সরকারের কাছে ভারতের কমিউনিস্ট পার্টির দাবি
নয়াদিল্লী, ৩১ মার্চ-ভারতের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী অবিলম্বে শেখ মুজিবর রহমান পরিচালিত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেবার জন্য আজ ভারত সরকারের কাছে দাবি জানিয়েছেন। কুরতম জঙ্গী নৃশংসতার মুখে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ স্বাধীন ও গণতন্ত্র রক্ষার জন্য যে বীরত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছেন কমিউনিস্ট পার্টি তাকে অভিনন্দন জানিয়েছে। পার্টি বাঙলাদেশের মানুষের এই জীবনপণ সংগ্রাম সমর্থনে সমস্ত ইউনিটকে দেশব্যাপী প্রচার অভিযান চালাতে এবং সাহায্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে।
কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলী প্রচারিত এ বিবৃতিতে বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার শুধুমাত্র বৈধ সরকারই নয়, সারা দেশের সমস্ত মানুষের সক্রিয় সমর্থনও এই সরকারের পিছনে রয়েছে তাছাড়া গত ডিসেম্বরের নির্বাচনে সরকার জনতার সুস্পষ্ট রায়ের অধিকারী হয়েছিলেন। কেউ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ ঘটনাকে অস্বীকার করতে পারেন না।
সূত্র: কালান্তর, ১.৪.১৯৭১