You dont have javascript enabled! Please enable it! 1971.04.01 | ত্রিপুরা বিধানসভার সর্বসম্মত প্রস্তাব : বাঙলাদেশকে স্বীকার কর | কালান্তর - সংগ্রামের নোটবুক

ত্রিপুরা বিধানসভার সর্বসম্মত প্রস্তাব : বাঙলাদেশকে স্বীকার কর

আগরতলা, ১ এপ্রিল (ইউ এন-আই-ত্রিপুরা বিধানসভা আজ সর্বসম্মতিক্রমে ভারত সরকারকে বাংলাদেশের নবগঠিত প্রজাতান্ত্রিক সরকারকে স্বীকৃতিদানের এবং ঐ দেশের মুক্তি-সংগ্রামীদের সাহায্যদানের অনুরােধ জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী শ্রীআর, এল, সিং স্বয়ং বিধানসভায় প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মানবিক অধিকারকে অস্বীকারের ফলে এবং ইয়াহিয়া ও তার অনুচরদের অত্যাচারের ফলে ঐ দেশে জটিল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত বাংলাদেশের সংগ্রামী মানুষকে এই সভা পূর্ণ সমর্থন জানাচ্ছে।
প্রস্তাবে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের অংশীদার বাংলা দেশের বাস্তুচ্যুত সমস্ত মানুষের প্রতি সহানুভূতি জ্ঞাপন করা হয়।
বিধানসভার সমস্ত সদস্য মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে সমর্থন করে বাংলাদেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সংহতি জানান।

সূত্র: কালান্তর, ২.৪.১৯৭১