You dont have javascript enabled! Please enable it! 1971.11.01 | পূর্ব পাকিস্তানের উপনির্বাচন এর নামে যা হচ্ছে তা হল এক ধরনের মিষ্টি বিতরন—হাজারভি - সংগ্রামের নোটবুক

১ নভেম্বর ১৯৭১ঃ ইহা এক ধরনের মিষ্টি বিতরন—হাজারভি

অল পাকিস্তান জমিয়তে ইসলামী এর সাধারন সম্পাদক মওলানা গাউস হাজারভি পেশোয়ারে বলেন পূর্ব পাকিস্তানের উপনির্বাচন এর নামে যা হচ্ছে তা হল এক ধরনের মিষ্টি বিতরন। সরকারী মহল অনেক আগেই তাকে জানিয়েছিল যে প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে। তখন তার দল এই প্রক্রিয়ায় নির্বাচিত হতে আগ্রহ প্রকাশ করেনি। তাহার আগের সফরে তিনি গভর্নরকে জিজ্ঞাসা করেছিলেন ভোটারগণ কেন্দ্রে যাবে কিনা তিনি উত্তরে বলেছিলেন প্রার্থী পাওয়া যাবে কিনা? তিনি বলেন এই মিষ্টি বিতরন জামাতের ভাগেই বেশী পড়বে যদিও তাদের কোন জনপ্রিয়তা নেই।