স্বাধীন বাঙলার মুক্তি সংগ্রামীদের সমর্থনে মালদা
রাজশাহী সীমান্তে কমিউনিস্ট পার্টির সাহায্য শিবির কলকাতা, ৩০ মার্চ বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সাহায্য সংহতি জানানাের উদ্দেশ্য এপার বাঙলায় মালদা-রাজশাহী সীমান্তে স্থানীয় কমিউনিস্ট পার্টি দুটি ক্যাম্প চালু করেছেন।
মালদা থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা এই সংবাদ জানিয়ে বলেছেন আইহাে ও মােহদপুরে প্রথম পর্যায়ে দুটি ক্যাম্পে চালু হয়েছে। ওপর বাঙলার মুক্তিযােদ্ধাদের সঙ্গে ওই দুটি ক্যাম্প থেকে যােগাযােগ রাখা হচ্ছে। এপার বাঙলা থেকে সাধ্যানুযায়ী সাহায্য পাঠানাের এক কর্মসূচীতেও কমিউনিস্ট কর্মীরা নিয়েছেন। আরাে কয়েকটি ক্যাম্প খােলার পরিকল্পনা রয়েছে। হিন্দী সীমান্তও কমিউনিস্ট পার্টির অনুরূপ একটি ক্যাম্প স্থাপিত হয়েছে।
ইন্দিরা কংগ্রেস কর্মীদের উদ্যোগ
জানা গেছে, ঐসব অঞ্চলের ইন্দিরা কংগ্রেস কর্মীরাও পরবর্তীকালে নিয়মিত ক্যাম্পগুলাের সঙ্গে যােগাযােগ রেখে কমিউনিস্ট কর্মীদের সঙ্গে যুক্তভাবে কাজ করে যাচ্ছেন।
সাহায্য পাঠানাের আবেদন
সংবাদদাতা আরাে জানিয়েছেন, স্থানীয় কমিউনিস্ট পার্টি স্বাধীন বাঙলার মুক্তি সংগ্রামীদের জন্য সাহায্য-সামগ্রী, ঔষধ ইত্যাদি পাঠানাের জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন জানিয়েছেন।
সূত্র: কালান্তর, ৩১.৩.১৯৭১