অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকার করা বৃটেনের কর্তব্য
বাঙলাদেশ সফরান্তে বৃটিশ এম-পি’র দাবি
লন্ডন, ২৯ এপ্রিল—এক ডি-পি-এ সংবাদ উদ্ধৃত করে ইউ এন আই জানাচ্ছে, সপ্তাহব্যাপী বাঙলাদেশ সফর শেষে এখানে পৌছেই বৃটিশ শ্রমিকদলের এমপি শ্ৰব্রুস ডগলাস ম্যান বলেছেন, বাঙলাদেশে যে ব্যাপক নৃশংসতার অভিযান চলছে তার প্রমাণ সন্দেহাতিতভাবেই সত্য।
তিনি বলেছেন, বৃটেনের কর্তব্য অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকার করা এবং সেখানে রিলিফ সংস্থাগুলিকে পাঠাবার ব্যবস্থা করা।
বাঙলাদেশে তিনি যা সংবাদ পেয়েছেন তা পাকিস্তানী সৈন্যদের হাতে কমপক্ষে আড়াই লক্ষ নরনারী নিহত হয়েছে। তারা সুপরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। গােলাগুলির শব্দ শােনা যায় এমন স্থান পর্যন্তই তিনি গিয়েছেন, কিন্তু নিজ চোখে এত বেশী দেখেছেন যে, তাতে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে, সম্পূর্ণ বিদেশী সৈন্যরাই পাকিস্তানের বাঙালী অধ্যুষিত ঐ অঞ্চলে আক্রমণ চালাচ্ছে।
তিনি আশা করেছেন যে, তিনি বৃটিশ সরকারকে শাস্তি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত পশ্চিম পাকিস্তানে বৃটিশ সাহায্য পাঠানাে বন্ধ করতে প্রবৃত্ত করতে পারবেন।
সূত্র: কালান্তর, ৩০.৪.১৯৭১