You dont have javascript enabled! Please enable it! 1971.05.12 | বাঙলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে কাছাড়ে কমিউনিস্ট পার্টির জনসভা | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে কাছাড়ে কমিউনিস্ট পার্টির জনসভা

করিমগঞ্জ, (আসাম) ১০ মে (নিজস্ব)-করিমগঞ্জের হাই-মাদ্রাসা ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের স্বীকৃতির দাবিতে এক বিরাট জনসভা গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। বিলম্বে প্রাপ্ত এই সংবাদে জানা যায় যে, কমিউনিস্ট পার্টির কাছাড় জেলা সংগঠনিক কমিটির উদ্যোগে আহুত এই জনসভায় সভাপতিত্ব করেন অধ্যাপক হারাণচন্দ্র নিয়োেগী পৃ: বাঙলার ২৩ বছরের রাজনৈতিক ইতিহাস বর্ণনা করে বক্তৃতা করেন সীমান্তপারের জনৈক ছাত্রনেতা শ্রীসুবীর চক্রবর্তী। জেলা যুব সংঘের নেতা শ্রীকামালউদ্দিন আহমেদ তার ভাষণে বাঙলাদেশের সংগ্রামের সমর্থনে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট নেতা শ্রীমৃণালকান্তি দাশগুপ্ত। সভায় গৃহীত একটি প্রস্তাব সমস্ত সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক দেশগুলির কাছে স্বাধীন বাংলা দেশ সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি জানান হয়।

সূত্র: কালান্তর, ১২.৫.১৯৭১