You dont have javascript enabled! Please enable it! 1971.07.15 | বাঙলাদেশকে স্বীকৃতি না দিলে রাজনারায়ণ অনশন করবেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশকে স্বীকৃতি না দিলে রাজনারায়ণ অনশন করবেন

হায়দারাবাদ, ১৪ জুলাই (ইউ এন আই)-কেন্দ্রীয় সরকার যদি চলতি মাসের মধ্যেই বাঙলাদেশ সরকারকে স্বীকৃতিদানের ঘােষণা না করেন তবে এস এস পি নেতা শ্রীরাজনারায়ণ ৯ আগস্ট থেকে নয়াদিল্লীতে অনশন ধর্মঘট শুরু করবেন। আজ এখানে এক সাংবাদিক সম্মেলনে শ্রীরাজনারায়ণ। তার এই সিদ্ধান্তের কথা জানান।

সূত্র: কালান্তর, ১৫.৭.১৯৭১