বাঙলাদেশ সরকারকে কূটনীতিক স্বীকৃতির দাবিতে সংগ্রাম সহায়ক কমিটি গঠিত
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ৪ জুলাই গতকাল বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, গণসংগঠন ও বিশিষ্ট নাগরিকদের এক সভা থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহায়ক কমিটি গঠিত হয়েছে।
গতকালের ঐ সভা থেকে অস্থায়ী বাংলাদেশ সরকারকে অবিলম্বে কূটনীতিক স্বীকৃতি দেবার জন্য ভারত সরকারের কাছে দাবি জানান হয়েছে। আর পাকিস্তানের সামরিক শাসককে গণহত্যা বন্ধ করাতে বাধ্য করার জন্য বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে তুলবার জন্য ভারত সরকারের কাছে দাবি করা হয়েছে।
কমিটি বাঙলাদেশের সগ্রামে সহায়তা দেবার জন্য পশ্চিমবঙ্গের জনগণের কাছে সব রকম সাহায্য দিতে অনুরােধ করেছে।
কমিটির সভাপতি হলেন মুখ্যমন্ত্রী শ্রীঅজয় কুমার মুখার্জি, সহ: সভাপতিদ্বয়-শ্রীসমর গুহ ও শ্রীসুধীর দাস।
সাধারণ সম্পাদকগণ সর্বশ্রী অমিয় দাসগুপ্ত, নির্মল বসু, হরিদাস মিত্র, জয়নাল আবেদিন ও অরুণ কুমার মিত্র। কোষাধ্যক্ষ : শ্ৰীপ্রফুল্ল কান্তি ঘােষ, কমিটির অফিস : ৩৪, ইন্ডিয়ান মিরর স্ট্রীট, কলকাতা-১৩
সূত্র: কালান্তর, ৫.৭.১৯৭১